📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুপ্রিম কোর্ট সময় বেঁধে দেওয়ার পরেও আটকানো গেল না দিল্লির দূষণের মাত্রা। দীপাবলির পরের দিন সকালেই অর্থাৎ মঙ্গলবার, প্রবল ধোঁয়াশায় ঘুম ভাঙল রাজধানীর। শহরের ৩৮টি দূষণ মনিটরিং স্টেশনের মধ্যে ৩৬টিই রেড জ়োন। দূষণ নিয়ন্ত্রক পর্ষদের হিসেবে ৪টি মনিটরিং স্টেশন ‘সিভিয়ার’ অর্থাৎ অতি খারাপ অবস্থায় রয়েছে। গতকাল রাত দশটা নাগাদ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের অ্যাপ ‘SAMEER’-এর তথ্য অনুযায়ী রাজধানীর গড় AQI ছিল ৩৪৪। আজ সকাল ৬টা নাগাদ গড় AQI ছিল ৩৪৭।
দীপাবলির পরে দিল্লির বাতাসে বাড়ল দূষণের মাত্রা

