শতাব্দীর ভাষণের সময় ‘দ্বিখণ্ডিত’ তৃণমূল, উঠল কেষ্ট এবং কাজলের নামে আলাদা স্লোগান, বিরক্ত সাংসদ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:অনেক দিন পর একই মঞ্চে বীরভূম জেলা তৃণমূলের তিন গুরুত্বপূর্ণ মুখ— অনুব্রত মণ্ডল, শতাব্দী রায় এবং কাজল শেখ। ব্যক্তিগত দূরত্ব ঘুচিয়ে বিধানসভা ভোটের আগে তাঁরা সকলে এক হয়ে লড়ছেন, সেই বার্তা দেওয়াই ছিল উদ্দেশ্য। কিন্তু তাল কাটল কর্মীদের সৌজন্যে! দুই নেতার নামে আলাদা আলাদা স্লোগান তুললেন তাঁরা। যা দেখে এবং শুনে বিরক্ত হলেন বীরভূমের সাংসদ শতাব্দী। অন্য দিকে, কেষ্টর বক্তব্যে বীরভূমের জেলা সভাধিপতি কাজলের কথা থাকলেও কাজলের ভাষণে জেলা কোর কমিটির আহ্বায়কের নাম শোনা গেল না।