আজ কালীপুজো, জেনে নিন পুজোর মাহাত্ম্য ও শুভক্ষণ সম্পর্কে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যায় কালী পুজো, দীপাবলি, দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। দুর্গা পুজো ও লক্ষ্মী পুজোর পর এবার কালী পুজোর অপেক্ষা। অমাবস্যার রাতে পূজিত হন দুর্গার আর এক স্বরূপ মহাকালী। শাস্ত্র মতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কালী পুজো করা হয়। এটি আবার শ্যামা পুজো নামেও পরিচিত। হিন্দু ধর্মে কালীকে পার্বতীর আর এক রূপ মনে করা হয়। আবার দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন কালী। পশ্চিমবঙ্গে কার্তিক কৃষ্ণ অমাবস্যায় কালী পুজো করা হয়ে থাকে, এছাড়াও এই তিথিতে দীবাপন্বিতা লক্ষ্মী পুজো এবং দীপাবলি উপলক্ষে লক্ষ্মী-গণেশ এবং কুবেরের পুজো করা হয়ে থাকে।
আগামী ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৪ মিনিটে কার্তিক কৃষ্ণ অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং শেষ হবে ২১ অক্টোবর সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। অমাবস্যা তিথিতে মাঝরাতে কালীর আরাধনা করা হয়। ২০ অক্টোবর মাঝরাতে অমাবস্যা তিথি থাকায়, এদিন কালী পুজো করা হবে। এ দিন নিশিত কাল থাকবে রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১২টা ৪৪ মিনিট পর্যন্ত।এদিকে দীপান্বিতা লক্ষ্মী পুজোও অমাবস্যার সন্ধ্যায় করা হয়। এ কারণে ২০ অক্টোবর দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হবে।
২০ অক্টোবর সন্ধ্যা ৭টা ৮ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত মোট ১ ঘণ্টা ১১ মিনিট সময়ে দীপান্বিতা লক্ষ্মী পুজো করা যাবে। এদিন প্রদোষ কাল থাকবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত। আবার বৃষ কাল থাকছে সন্ধ্যা ৭টা ৮ মিনিট থেকে রাত ৯টা ৩ মিনিট পর্যন্ত।
শাস্ত্রে কালী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কালী পুজো করলে ভক্তরা সুখ, সমৃদ্ধি লাভ করতে পারেন। কালী অত্যন্ত শক্তিশালী। শত্রু এবং অশুভ শক্তির সংহার করে থাকেন তিনি। তাই তাঁর পুজো করলে ভক্তরা অপার শক্তি অর্জন করতে পারেন, পাশাপাশি তাঁদের সমস্ত শত্রু নাশ হয়। এ ছাড়াও কালী পুজো করলে কোষ্ঠীতে উপস্থিত রাহু ও কেতুর দুষ্প্রভাব শান্ত করা যায়। আবার যাঁরা তন্ত্র সাধনা করেন, তাঁদের জন্য কালী পুজো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তন্ত্র সাধকরা কালীর আরাধনাকে সর্বাধিক প্রভাবশালী মনে করে থাকেন।