পাহাড় বাঁচাবে ম্যানগ্রোভ?  দুর্যোগ মোকাবিলায় কী পরামর্শ মুখ্যমন্ত্রীর?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিধ্বস্ত উত্তরবঙ্গে দুর্যোগ মোকাবিলায় ম্যানগ্রোভ ও ভেটিভার বসানোর পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে গঙ্গাসাগরের প্রসঙ্গটি টেনেছেন উদাহরণ দেওয়ার জন্য।  যদিও অবশ্য, পাহাড়ি অঞ্চলে কীভাবে ম্য়ানগ্রোভের মতো নোনা জলের গাছ বসানো সম্ভব সেই নিয়েও উঠছে প্রশ্ন ।
উল্লেখ্য, বুধবার দার্জিলিঙে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই উক্ত পরামর্শ তিনিও দিয়েছেন বন আধিকারিকদের। তিনি বলেন, ‘আপনারা ম্যানগ্রোভ লাগাতে শুরু করুন। শুধুই ম্যানগ্রোভ নয়, সঙ্গে ভেটিভারও লাগান। বন দফতরের তো একটা দায়িত্ব রয়েছে। আপনারা যদি ৫ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা রোপণ করতে পারেন, তা হলে উত্তরবঙ্গে এই ক্ষতিগ্রস্থ জায়গাগুলো কংক্রিটের থেকেও বেশি শক্ত হয়ে যাবে। আমি টাকা জলে ঢালতে রাজি নই। যেটা স্থায়ী সমাধান, সেটাই গ্রহণ করতে হবে।’