শীতে রেকর্ড ভাঙবে হাওড়ার কালিম্পং

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০২৫ -২৬ সালের শীতে লা নিনা ও ঋণাত্মক আই ও ডি এর প্রভাবে হাওড়া জেলার শীতলতম স্থান উদয়নারায়নপুরে রেকর্ড ব্রেকিং ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৬-৯°সে এর আশেপাশে। এবছর উদয়নারায়নপুর ব্লকে শীত আরো কনকনে হবার সম্ভাবনা রয়েছে। হাওড়ার কালিম্পং উদয় নারায়নপুরে বিগত বছরগুলোর তুলনায় ২০২৫-২৬ সালের শীতে অনেক বেশি ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। বয়ে যেতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। উদয় নারায়নপুর এমনিই হাওড়া জেলার গুরুত্বপূর্ণ পিকনিক স্পট এরপর জাঁকিয়ে ঠাণ্ডা উদয় নারায়নপুরকে এক আলাদা মাত্রা এনে দেবে ২০২৫-২৬ সালের শীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *