মধ্যপ্রদেশে ‘বিষাক্ত’ কফ সিরাপ খেয়ে ১০ শিশুর মৃত্যু! গ্রেপ্তার চিকিৎসক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  পরপর শিশুমৃত্যুর জেরে মধ্যপ্রদেশে নিষিদ্ধ করা হয়েছে ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’। এবার গ্রেপ্তার হলেন যে চিকিৎসক সেটি প্রেসক্রাইব করেছিলেন সেই ড. প্রবীণ সোনি। উল্লেখ্য, সিরাপটিকে নিষিদ্ধ করেছে তামিলনাড়ু এবং রাজস্থান সরকারও।