📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের মন্তব্য ঘিরে বিতর্কে ফেটে পড়েছে বিরোধী দলগুলি। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে তিনি প্রস্তাব রেখেছেন, বোরখা পরা মহিলা ভোটারদের মুখ ভোটকেন্দ্রে যাচাই করা হোক। তার এই বক্তব্যের জেরে বিরোধী দল আরজেডি অভিযোগ তুলেছে— বিজেপি ঘৃণার রাজনীতি করছে এবং ভোটকে সাম্প্রদায়িক পথে নিয়ে যেতে চাইছে।
বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল জানিয়েছেন, মুখ ঢাকা অবস্থায় ভোট দেওয়ার সুযোগ থাকলে জাল ভোটের আশঙ্কা থেকে যায়। তাই তিনি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন, “ভোটারদের মুখ তাদের ভোটার আইডি (EPIC কার্ড)-এর ছবির সঙ্গে মিলিয়ে দেখা উচিত, বিশেষ করে বোরখা পরা মহিলাদের ক্ষেত্রে, যাতে প্রকৃত ভোটাররাই ভোট দিতে পারেন।”