📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে সমুদ্র তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম ওয়াহিদ আলি (২০)।ঘটনাটি ঘটেছে রবিবার বকখালি সমুদ্র সৈকতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটের নয়জন যুবক রবিবার দিন সকালে বকখালিতে বেড়াতে এসেছিলেন। রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ওই নয়জন যুবক সমুদ্র স্নান করতে গিয়েছিলেন। সমুদ্রে স্নান করার সময় হঠাৎই ওয়াহিদ উত্তাল ঢেউয়ের দাপটে সমুদ্রে তলিয়ে যান। এর পরেই বাকি যুবকরা চিৎকার শুরু করে দেয়। পাশেই ছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরা। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানাতেও। যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করা হয়।
বকখালিতে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু যুবকের
