📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রতিমা বিসর্জনে যাওয়ার সময়ে দুর্ঘটনায় মৃত্যু বেহালার এক তরুণের। আলিপুর চিড়িয়াখানা থেকে রেসকোর্সগামী রাস্তায় হাইবারে ধাক্কা লেগে দুর্ঘটনা। মৃত তরুণ বেহালার সেনহাটি দুর্গোৎসব কমিটির সদস্য। প্রতিমার গাড়িতে ছিলেন তিনি। তাঁর মাথায় হাইট বারের আঘাত লাগে বলে জানা গিয়েছে।
প্রতিমা বিসর্জনে যাওয়ার সময়ে দুর্ঘটনা কলকাতায়, মৃত্যু বেহালার তরুণের
