পুজো কাটতে না কাটতেই ফের বানভাসি দক্ষিণবঙ্গ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারী বৃষ্টির সতর্কতা সত্ত্বেও ডিভিসি-এর জল ছাড়ার পরিমাণ আরও বাড়ল। ফলে দুর্গাপুর থেকে ৫৯ হাজার কিউশেখ জল ছাড়া শুরু হয়েছে। মাইথন এবং পাঞ্চেতে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে ৬৫০০০ করা হয়েছে। জারি কমলা সতর্কতা । ঝাড়খন্ড এবং বিহারে বৃষ্টি হওয়ায় তেনু ঘাটেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে ৫৯ হাজার ৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে।