📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারী বৃষ্টির সতর্কতা সত্ত্বেও ডিভিসি-এর জল ছাড়ার পরিমাণ আরও বাড়ল। ফলে দুর্গাপুর থেকে ৫৯ হাজার কিউশেখ জল ছাড়া শুরু হয়েছে। মাইথন এবং পাঞ্চেতে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে ৬৫০০০ করা হয়েছে। জারি কমলা সতর্কতা । ঝাড়খন্ড এবং বিহারে বৃষ্টি হওয়ায় তেনু ঘাটেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে ৫৯ হাজার ৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে।
পুজো কাটতে না কাটতেই ফের বানভাসি দক্ষিণবঙ্গ?
