📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিলীপ শব্দের অর্থ রক্ষক। নামের বাংলা মানের সঙ্গে সাজুয্য রয়েছে তাঁর জীবন। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে দিলীপের ভূমিকা অনস্বীকার্য। বিতর্ক তাঁর পিছু হাঁটে, নিজের দলের মধ্যে কিংবা বাইরে। সোমবার মানে ভোটের দিনেও তার ব্যতিক্রম হল না।
গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে জিতেছিলেন এবার বর্ধমান -দুর্গাপুর কেন্দ্রে পদ্ম প্রার্থী তিনি। গত লোকসভা ভোটে এই কেন্দ্রের জয়ী প্রার্থীর নাম সুরিন্দর সিং আলুওয়ালিয়া। নিখোঁজ পোস্টার পড়েছিল তাঁর নামে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই কেন্দ্রে পুনরায় আলুওয়ালিয়া -কে প্রার্থী করলে নিশ্চিত হার, এতো কিছু সমীকরণ মাথায় রেখে দিলীপেই ভরসা রাখলেন পদ্ম নেতৃত্ব। কারণ দিলীপ শব্দের অর্থ
রক্ষক। আবারও রক্ষাকর্তার ভূমিকায় দিলীপ।
প্রচার শুরু করলেন নিজের স্টাইলে। ভোটের দিনও বজায় রাখলেন দিলীপ ঘরানা। পর পর হামলার মুখে পড়ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানের কালনা গেটের কপিবাগান এলাকায় দিলীপের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সংঘর্ষে মাথা ফাটল বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ানের। আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মীরাও।