বাংলাদেশের ৫০% মানুষ কেনো ভারত বিরোধী??

📝 অনুব্রত সাহা (মিঠুন), Todays Story: বাংলাদেশের ৫০% মানুষ কেনো ভারত বিরোধী?? কারণ ধরনে এখন যারা বাংলাদেশে বা বাংলাদেশ থেকে বাইরে আছে তাদের বাবা বা বাবার বাবা মানে দাদা, ঠাকুরদাদার জন্ম কোথায়?? উত্তর : পাকিস্তানে। মানে ১৯৭১ এর আগে যাদের জন্ম। তখন বাংলাদেশ পাকিস্তান ছিলো। তাই কিছু মানুষ পাকিস্তানের জিন বা DNA বহন করে। তাই বাংলাদেশের সব মানুষ ভারতের বন্ধু না। আবার সব মানুষ শত্রুও না। অনেকে মনে করে হিন্দু মাত্র ভারতের বন্ধু! কিন্তু দেখবেন অনেক হিন্দু ভেতরে ভেতরে ভারত বিরোধী। অনেক বাংলাদেশ থেকে ভারতে গিয়ে রয়েছে ২০-৩০ বছর ধরে। তারাও তলে তলে ভারত বিরোধী। এবং ভারত থেকে অন্য দেশে সেটেল্ড হওয়ার চেষ্টা করছে। ১৯৭১ সালে ভারত আমাদের স্বাধীনতার জন্য যা করেছে তা ইতিহাসে বিরল। কারণ কোন দেশ থেকে সহজে কোন দেশ থেকে নিজেদের সেনাবাহিনী প্রত্যাহার করে না। করলেও ১৫-২০ বছরের নিচে না। তত সময় সেই দেশ চুষতে থাকে। কিন্তু ভারত স্বল্প সময়ে, বড় কোন স্বার্থ হাসিল না করে বন্ধু রাষ্ট্র ছেড়ে চলে গিয়েছিলো৷ করোনার সময়ও ভারতের ভূমিকা ছিলো চোখে পরার মতো। বিনামূল্যে টিকা, অক্সিজেন, অ্যাম্বুলেন্স দিয়ে সাহায্য করেছিলো। অনেক সময় দেখবেন, পাকিস্তানিরা বলে বাংলাদেশের কিছু মানুষ ভারতকে অনেক কিছু দিয়েছে! হিসাব করুন তে সত্যি সত্যি কি কি দিয়েছে? কি কি চুক্তি বাস্তবায়ন হয়েছে? ভারতের সাথে বাংলাদেশের যে সব চুক্তি হয়েছে তার থেকে উকিলের লেখা বাড়িভাড়ার চুক্তিতে বেশি কাজের। উল্টো ভাবুন চীন, আমেরিকাকে কি কি দেওয়া হয়েছে?? কি কি ব্যাবসা দেওয়া হয়েছে? বলতে পারেন, ভারত থেকে বাংলাদেশ অনেক বেশি পন্য ক্রয় করে। এর কারণ আমাদের দেশে উৎপাদন কম। অন্য দেশ থেকে আমদানি করলে আনার খরচ মানে কেরিং খরচ ৩, ৪ গুণ বেশি হয়। তাই ভারত থেকে আমদানি করা হয়। আর এটি ১৯৮০ সালের দিকে বেশি বেশি করে ছড়িয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় থেকে যাওয়া পাকিস্তানি বিহারিরা। তারা পরাজয়ের ক্ষোভে ভারতের বদনাম করে আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবং তাদের সন্তানদের বিবাহ দিয়ে আমাদের মূল জনগোষ্ঠীর ভেতর তাদের DNA, চিন্তা, চেতনা ঢুকিয়ে দিয়েছে। পাকিস্তানের জিন( DNA) বা তাদের মিষ্টি কথায় ভুলবেন না। একটু চিন্তা করবেন, বিপদেই বন্ধুর পরিচয়।