📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি। আজ থেকে জিএসটি কমায় দাম কমছে একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের। যেমন কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ়-সহ দুগ্ধজাত পণ্যের ওপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। সয়ামিল্কের জিএসটি কমে ৫ শতাংশ হচ্ছে। চা, কফির জিএসটি-ও ১৮ থেকে কমে হচ্ছে ৫ শতাংশ। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফলেও জিএসটি কমে হল ৫ শতাংশ। চকোলেট, পেস্ট্রি, কেক, বিস্কুট, জ্যাম, ,পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্ন ফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কৌটোজাত মাছ ও মাংসে আগে জিএসটি লাগত ১২ থেকে ১৮ শতাংশ, এখন লাগবে মাত্র ৫ শতাংশ। অন্য়দিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, চাপাটি, পিৎজার ওপর এখন থেকে কোনও GST-ই লাগবে না।
উৎসবের মরশুমে স্বস্তি, আজ থেকে জিএসটি কমায় দাম কমছে একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের
