📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মহালয়ার দিন বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। সেই সঙ্গে ঘুরপথে চালানো হবে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। আরও একটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমনটাই ঘোষণা খড়্গপুর ডিভিশনের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। পুজোর মুখে রেলের কিছু উন্নয়নমূলক কাজের জন্য আগামী ২১ সেপ্টেম্বর, রবিবার ৬৮১২৩ খড়গপুর-টাটানগর মেমু, ৬৮০১৪ টাটানগর-খড়গপুর মেমু, ৬৮১২৭ চাকুলিয়া-টাটানগর মেমু এবং ৬৮১২৮ টাটানগর-চাকুলিয়া মেমু বাতিল করা হচ্ছে।
মহালয়ার দিন খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক ট্রেন
