জয়নগরের দলুয়াখাকিতে তাণ্ডব, পুলিশের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:   জয়নগরের দলুয়াখাকিতে তাণ্ডব, পুলিশের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট।’সরকার বদলালেও একই থাকে পুলিশ, এদের নিয়েই কাজ করতে হয়’।জয়নগরের দলুয়াখাকির ঘটনায় মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।’২ বছর পার, ১৪ অভিযুক্তের মধ্যে মাত্র ২জন গ্রেফতার’
১২ অভিযুক্তকে খোঁজার দায়িত্ব CID-কে দিল হাইকোর্ট ।’বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক রং দেখলে হবে না’।জয়নগরে তাণ্ডবের মামলায় কড়া বার্তা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।৪৫দিন সময় দিন, সবাইকে খুঁজে আনব, আবেদন সরকারি আইনজীবীর।’এই ভোকাল টনিক তদন্তকারী অফিসারকে দিন’।’সোনারপুর, বারুইপুর, নরেন্দ্রপুর থানার ভূমিকায় আমি খুবই বিরক্ত’।জয়নগরের দলুয়াখাকি মামলায় মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা, ফের নভেম্বরে শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *