এ বার রেলপথে যুক্ত আইজলও, মিজোরামের মুকুটে নয়া পালক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  রেলপথে যুক্ত হল মিজোরামের রাজধানী আইজল। শনিবার ভৈরবী-সৈরাং রেল লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এই পদক্ষেপে কৃষক, ব্যবসায়ী, পর্যটন, স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক বদল আসবে।