📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:সোমবার বিকেল পর্যন্ত নেপালে পণ্য রপ্তানি করেছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। কিন্তু তার পরে আর কিছু যায়নি। সব সীমান্তে আটকে রয়েছে। এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ কাস্টম হাউস এজেন্টস সোসাইটির সভাপতি সুজিত চক্রবর্তী। তিনি বলেন, ‘নেপালে কার্ফু জারি হয়েছে। আমাদের কর্মীরা কী ভাবে বাড়ি ফিরবেন, বুঝতে পারছি না। সব পণ্য সীমান্তে আটকে রয়েছে। এ ভাবে আর ২-৩ দিন চললে সব নষ্ট হবে।’
রণক্ষেত্র নেপালে পণ্য রপ্তানি হবে কী করে? আশঙ্কায় বাংলার ব্যবসায়ীরা
