📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর ভারতে চলছে প্রবল বৃষ্টি। আর তার প্রভাবেই ছাড়িয়েছে জলস্তর। নদীর জলে ভেসেছে পঞ্চনদের দেশ পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। দুকূল ছাপিয়ে জল বইছে সিন্ধু-সহ শতদ্রুতে। পাশাপাশি জল ছাড়া হয়েছে একাধিক বাঁধ থেকেও। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক ইসলামাবাদকে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে। জানা গিয়েছে, গত সপ্তাহে তাওয়াই নদীতে বন্যা নিয়ে পাকিস্তানকে তিনবার সতর্কবার্তা দিয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবার ফের আরও একবার পাকিস্তানকে সতর্কবার্তা পাঠানো হলও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। ‘মানবিক কারণেই’ এই সতর্কবার্তা পাঠানো হচ্ছে ইসলামাবাদে বলে জানানো হয়েছে।
ইসলামাবাদকে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক করল ভারত
