📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ থেকে কলকাতা মেট্রোর ব্লু লাইনে দমদম ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত ১০টা ৪০-এর স্পেশাল এক্সপেরিমেন্টাল পরিষেবা স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। অপারেশনাল সীমাবদ্ধতা এবং কবি সুভাষ স্টেশন স্থগিত থাকার জন্য অন্যান্য সম্পর্কিত সমস্যার কারণে মেট্রো রেলওয়ে ট্রেন পরিষেবা নতুন করে সাজাচ্ছে। এর জন্যই দমদম এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাতের বিশেষ ট্রেন চালানো বন্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।
আজ থেকে মেট্রোর ব্লু লাইনে রাতের স্পেশাল পরিষেবা বন্ধ
