‘প্রাকৃতিক বিপর্যয় দেশের পরীক্ষা নিচ্ছে’, ভয়াবহ দুর্যোগে ‘মন কি বাতে’ উদ্বেগ প্রকাশ মোদির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মাত্রাছাড়া বৃষ্টি, ভূমিধস, হড়পাবান বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠেছে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলিতে। রবিবার ১২৫ তম ‘মন কি বাতে’ ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কথা উঠে এল মোদির মুখ। তিনি জানালেন, একের পর এক প্রাকৃতিক বিপর্যয় দেশের পরীক্ষা নিচ্ছে।

এদিন মন কি বাতের শুরুতে প্রাকৃতিক বিপর্যয়ের কথা মনে করান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “চলতি বর্ষার মরশুমে প্রাকৃতিক বিপর্যয় দেশের পরীক্ষা নিচ্ছে। গত কয়েক সপ্তাহে বন্যা ও ভূমিধস বিরাট ক্ষয়ক্ষতির কারণ হয়ে উঠেছে। বহু বাড়ি ভেঙে গিয়েছে। চাষের ক্ষেত নষ্ট হয়েছে। বহু পরিবার সর্বনাশের মুখে পড়েছেন। লাগাতার জলের তোড় বহু ব্রিজ ভেঙে দিয়েছে। এই বিরাট ক্ষয়ক্ষতির জেরে সকল ভারতীয় মর্মাহত। যারা এই দুর্যোগে নিজের পরিবারের সদস্যদের হারিয়েছেন। তাঁদের যন্ত্রণা আমি বুঝতে পারি।” একইসঙ্গে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “যেখানেই সংকট দেখা গিয়েছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছেন উদ্ধারকারী দল ও নিরাপত্তাবাহিনী। মানুষের প্রাণ বাঁচাতে দিনরাত এক করে কাজ করছেন তাঁরা। সেনারা থার্মাল ক্যামেরা, লাইভ ডিটেক্টর, স্নিফার ডগ ও ড্রোন মতো প্রযুক্তির সাহায্যে চলেছে উদ্ধারকাজ।”