এখন বাংলাকে বদনাম করতে টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে: মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গৌতম ঘোষের বলা কথা তুলে ধরে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ভারত যখন ভাগ হয়েছিল তখন আসলে ভাগ হয়েছিল শুধু বাংলা আর পাঞ্জাবের। বাংলাদেশের লোকেরাও তাই বাংলায় কথা বলেন। পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে। এই ভাগের কারণ হচ্ছে, অধিকাংশ স্বাধীনতা সংগ্রামী ছিলেন বাঙালি। ১০ শতাংশ ছিলেন পাঞ্জাবি। তাই হিংসা করে ভাগ। এখন আবার টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে বাংলাকে বদনাম করতে। ক্ষুদিরাম সিং! আমি ডকুমেন্ট পাঠিয়ে দেখিয়েছি ক্ষুদিরাম বোস লেখা ফাঁসির কাগজে।’ এর পরেই মোদী সরকারকে নিশানা করে ইতিহাস তুলে আক্রমণ করার স্বভাব নিয়ে সমালোচনা করেন নেত্রী।