২০২৬ সালে বিজেপিকে এক ছটাক জমি ছাড়ব না: অভিষেক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকেই ২৬-এর জয়ের হুঙ্কার। অভিষেক বলেন, ‘বিজেপির ক্ষমতা থাকলে ৫০ পার করে দেখাক। আমরা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও-এর রাজনীতি করি না। আমরা সাজিয়ে দাও, গড়ে দাও-এর আদর্শ অনুসরণ করি। ২০২৬-এ বিজেপিকে এক ছটাক জমি ছাড়ব না। ইডি, সিবিআই, সংবাদমাধ্যম আমাদের বিরুদ্ধে কিন্তু বাংলার ১০ লক্ষ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। ’