কারও নাম বাদ গেলে ১০ লক্ষ লোক নিয়ে দিল্লি ঘেরাও: অভিষেক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:   সভামঞ্চে থেকে ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে সরব তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘আগে মানুষ সরকার বাছত। এখন সরকার ভোটার বেছে দিচ্ছে। বাংলার একজন মানুষের অধিকারও বিজেপির সরকার যদি কাড়তে চায়, তাহলে ১০ লক্ষ মানুষকে নিয়ে দিল্লি যাব।’