যত ভয়াবহ বন্যা সেপ্টেম্বরেই কেন?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বঙ্গের ইতিহাসের পাতায় যত বড়ো বড়ো ভয়াবহ বন্যার নাম লেখা আছে তার বেশিরভাগই হয়েছে সেপ্টেম্বর মাসে। ১৯৭৮ সালের বন্যা, ২০০০ সালের বন্যা সহ আরো বড়ো বড়ো বড়ো বন্যা বঙ্গে ঘটেছে সেপ্টেম্বরেই। সাধারণত সেপ্টেম্বর মাসে উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করে যার উত্তর পশ্চিম ভারতের উপর উচ্চচাপ তৈরি হয়। এই উচ্চচাপ সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপকে ধীর গতির করে তোলে। এছাড়া আন্ত ক্রান্তীয় অভিসৃতি অঞ্চল নীচে নেমে আসার জন্য বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ সৃষ্টি করে। এই নিম্নচাপের উপর সেপ্টেম্বর থেকে পশ্চিমা বাতাসের প্রভাব পড়তে শুরু করায় নিম্নচাপের পূর্ব দিকের কোয়াড্রেন্টে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি করে। যার জন্য সেপ্টেম্বর মাসে দক্ষিণবঙ্গে সবচেয়ে বড়ো বড়ো ভয়াবহ বন্যা গুলো ঘটে থাকে।