নিষিদ্ধ হবে এইসব অনলাইন গেম, লোকসভায় বিল পেশ করছে মোদী সরকার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:টাকাপয়সার লেনদেন হয় এমন অনলাইল গেম নিষিদ্ধ হতে চলেছে। বুধবার এই সংক্রান্ত একটি বিল পেশ করা হতে পারে লোকসভায়। সংসদ সূত্রে খবর এমনটাই। প্রতারকদের হাত থেকে গেমারদের বাঁচাতেই এই বিল আনা হচ্ছে বলে জানা গিয়েছে।