📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কাটোয়া-বর্ধমান রুটের রেলযাত্রীদের জন্য সুখবর। পুজোর আগেই চালু হতে চলেছে কাটোয়া-বর্ধমান (EMU) স্পেশাল ট্রেন। আগামী ২২ অগস্ট থেকে এই রুটে রেলের তরফে আরও দুটি নতুন লোকাল ট্রেন দেওয়া হবে, একটি বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে।
পুজোর আগেই চালু হচ্ছে কাটোয়া-বর্ধমান EMU ট্রেন

