ভারত সফরে আসছেন চিনা বিদেশমন্ত্রী, বৈঠক হবে ডোভালের সঙ্গে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার দু’দিনের সফরে ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। নয়াদিল্লি সূত্রে খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। চলতি মাসের শেষ দিকে চিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার আগে চিনের বিদেশমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।