ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে বস্তা ভর্তি বোমা উদ্ধার! BJP ও TMC-র মধ্যে চাপানউতোর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণের প্রাক্কালে ফের বোমা উদ্ধারের ঘটনা ঘটল। নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের নালুপুরের এক BJP-নেতার বাড়ির পাশ থেকে একটি বস্তা ভর্তি বোমা উদ্ধার করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ওই গ্রামের ১২৫ নম্বর বুথের বিজেপির নির্বাচিত প্রতিনিধি দিবাকর রায়ের অভিযোগ, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির লাগোয়া একটি বস্তা পড়ে রয়েছে। কাছে গিয়ে বস্তার মুখ খুলতেই দেখেন গোটা বোমা মজুত করে রাখা হয়েছে। তাঁর অভিযোগ, TMC চক্রান্ত করে এই কাজ করেছে।

যদিও তৃণমূলের তরফে চক্রান্তের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ভোটের দিন অশান্তি করতেই বোমা মজুত করে রাখা হয়েছে।

error: Content is protected !!