📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের রাত দখল। শ্যামবাজার-সহ কলকাতার একাধিক জায়গায় জমায়েত। প্রতিবাদ মিছিল রাজ্যের অন্যত্র। বিচার চেয়ে ফের রাজপথে জনতা। তবে প্রশ্ন, রাজনীতির কারবারে অভয়া কি বোড়ে মাত্র? আন্দোলনের নামে স্বার্থসিদ্ধির পথেই কি হাঁটছে কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠী?
যাদবপুর কফি হাউসের সামনেও চলছে রাত দখল। এক বছর আগে আজকের দিনেই তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে আছড়ে পড়েছিল প্রতিবাদের ঢেউ। নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল পরিচিত রাজনীতি-কাঠামো। কোনও ব্যানার ছাড়াই এগিয়ে এসেছিল আট থেকে আশি।বৃহস্পতিবারের রাতে ফের একই দৃশ্য দেখল যাদবপুর।