‘সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে’… স্বাধীনতা সংগ্রামী বালোচদের জঙ্গি তকমা দিয়ে পাকিস্তানের মন জয় ট্রাম্পের!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এ যেন একা একা দাবা খেলার মতো। যে কোনও ঘুঁটি যে কোন সময় বদলে দেওয়া কিংবা যে কোনও সময় পছন্দমতো পক্ষ বদল করে নিলেই হল।হ্যাঁ, বছরের পর বছর ধরে এই ছেলেখেলাটাই হাসতে হাসতে খেলে চলেছে আমেরিকা।এহেন ‘দাদাগিরি’র ‘সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে’। হালফিলে বালোচ লিবারেশন আর্মির গায়ে ‘বিদেশি জঙ্গি’র তকমা সেঁটে দিয়েছে ট্রাম্প সরকার। শুধু তাই নয়, তাদের সহযোগী দ্য মাজিদ ব্রিগেডকেও জঙ্গি তকমা দেওয়া হয়েছে। যা মনে করিয়ে দিচ্ছে তাদের পুরনো স্বভাব। আর সেই স্বভাবে যে কোনও পরিবর্তন হয়নি, তা এবার যেন নতুন করে স্পষ্ট হয়ে উঠল।
বালোচদের প্রসঙ্গে যাওয়ার আগে একবার পিছন ফিরে দেখা দরকার। গত শতকের আটের দশক। সেটা ঠান্ডা লড়াইয়ের সময়। সেই সময় ওসামা বিন লাদেন নামের এক নেতাকে আফগান মুজাহিদিন তকমা দেয় তৎকালীন মার্কিন প্রশাসন। সেই লাদেনই যে পরবর্তী সময়ে আমেরিকার মেরুদণ্ডে গেঁথে দেবে আতঙ্কের দমচাপা তলোয়ার, সেটা অবশ্য তখন তাদের আন্দাজেও আসেনি। আসলে লাদেনকে মাথায় তোলার পিছনে ছিল নির্দিষ্ট এজেন্ডা। সেই সময় রাশিয়া সীমান্ত ঘেষা এশিয়ায় আমেরিকার ‘মুঠি’ তত প্রবল নয়। অতএব সাম,দান দন্ড,ভেদ যেন তেন প্রকারেন রাশিয়া যাতে বেশি বাড়াবাড়ি না করতে পারে সেই উদ্দেশ্যেই লাদেনকে আফগান মুজাহিদের শিরোপা দিয়ে সন্তুষ্ট রাখা।