বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল বুথ কনভেনারকে গুলি করে খুন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে তৃণমূলের বুথ কনভেনার সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁকে গুলি করে খুন করা হয়েছে। সোমবার রাত প্রায় ৯টার সময় পখন্না বাজার থেকে বাইকে চেপে বাড়ি ফেরার পথে সেচ খালের ধারে দু’স্কৃতিরা পিছন থেকে পরপর গুলি চালায়। মাথা ও পিঠে গুলি লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে পাঠায়।

তৃণমূলের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পিছনে বিজেপি ও অন্যান্য বিরোধীরা জড়িত। তবে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই খুন। প্রায় এক বছর ধরে চকাই গ্রামে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল, চলতি বছরের ২ মার্চও গুলি চলার ঘটনা ঘটেছিল। এবার সেই দ্বন্দ্বের রেশ মেরেই খুন হলেন সেকেন্দার খাঁ।