জম্মুতে সড়ক দুর্ঘটনায় মৃত ২ সাব ইনস্পেক্টর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘অমরনাথ যাত্রা’-র ডিউটি সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জম্মু-কাশ্মীর পুলিশের দুই সাব ইনস্পেক্টর। গুরুতর জখম আরও এক সাব ইনস্পেক্টর। সোমবার সকালে জম্মু-শ্রীনগর হাইওয়েতে দুর্ঘটনা। ওই তিন পুলিশ অফিসার শ্রীনগর থেকে জম্মু ফিরছিলেন। তেনগন অঞ্চলের লাসজান এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃত দুই অফিসারের নাম সচিন ভার্মা ও শুভম। জখম সাব ইনস্পেক্টরের নাম মস্তান সিং।