বীরেন ভদ্র স্মরণে পদযাত্রা আসানসোলে, উদ্যোগে জিতেন্দ্র

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে গোটা বাংলা এখন উত্তাল। গান্ধী মূর্তির সামনে শাসক দলের চলমান আন্দোলনের মধ্যেই গতকাল এক ভিন্ন আবেগের ছবি ফুটে উঠল আসানসোলে। বাংলার বেতারের অন্যতম প্রাণপুরুষ ও বাঙালির আবেগ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি যাত্রা আয়োজন করল পান্ডবেশ্বর বিজেপি। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি -র উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বালিজুরি গ্রামে।