📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:
দমদমের নাগেরবাজার ফ্লাইওভারে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা। আহতের নাম আকসারা চাকলানি। তাঁর বাড়ি নাগেরবাজারের আরএনগুহ রোডে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিনি স্কুটি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। ফ্লাইওভারের উপরে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাঁর স্কুটির। তাতেই গুরুতর জখম হয়েছেন তিনি।
দমদমের নাগেরবাজার ফ্লাইওভারে দুর্ঘটনা, আহত ১

