📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শিয়ালদহ স্টেশনে কোন প্ল্যাটফর্ম থেকে কোন সেকশনের ট্রেন ছাড়বে, তা এবার নির্দিষ্ট করে দেওয়া হল। ১ থেকে ৫ নং প্ল্যাটফর্ম থেকে মেনলাইনের কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী, সীমান্ত, ব্যারাকপুর, গেদে যাওয়ার ট্রেন পাওয়া যাবে। ৫ থেকে ৮ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে CCR সেকশনের ডানকুনি, বারুইপাড়ার ট্রেন। ৬ থেকে ১০ নং স্টেশন থেকে বনগাঁ, বারাসাত, হাবরা, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যগ্রামের ট্রেন ছাড়বে। ৯, ১১ থেকে ১৪ নং প্ল্যাটফর্ম থেকে মিলবে মেল ও এক্সপ্রেস ট্রেন। ১৫-২১ নং প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ সেকশনের ট্রেনগুলি ছাড়বে।
শিয়ালদহ স্টেশনের কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে বেঁধে দেওয়া হল

