বুধ-বৃহস্পতি কলকাতার একাধিক রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে, রইল তালিকা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চলতি মাসেই দু’দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৩০ ও ৩১ জুলাই নদিয়া ও কলকাতায় কিছু অনুষ্ঠানে যোগদানের জন্যেই রাজ্যে আসছেন তিনি। রাষ্ট্রপতির সফরের কারণে কলকাতায় বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। আগামী ৩০ জুলাই বিকেল সাড়ে চারটে থেকে রাত ৯টা পর্যন্ত সিঁথি রোড, বিটি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথা মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবাদী বাগ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, আর আর অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

অন্যদিকে, ৩১ জুলাই সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১টা পর্যন্ত আর আর অ্যাভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, এজেসি ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ইএম বাইপাস, হিডকো ক্রসিং, দুর্গাপুর ব্রিজে যান নিয়ন্ত্রণ হবে