JEET-এর সঙ্গে প্রথম বার দেখা যাবে Tota Roy Choudhuryকে! কোন ছবিতে, কাকে সরিয়ে বড় পর্দায় আসছেন অভিনেতা?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার টলিপাড়ায় জোর গুঞ্জন, পথিকৃৎ বসুর আগামী ছবি ‘অনন্ত সিংহ’-এ অভিনয় করতে পারেন টোটা রায়চৌধুরী। অভিনেতা বলেছেন, “সদ্য চিত্রনাট্য পড়েছি। ভাল লেগেছে। কিন্তু অভিনয় করব কিনা এখনও ভেবে উঠতে পারিনি।” টলিপাড়ার অন্দরের খবর, পরাধীন ভারতের দাপুটে স্বাধীনতা সংগ্রামী ‘অনন্ত সিংহ’-এর জীবনীছবিতে এক দোর্দণ্ডপ্রতাপ পুলিশ আধিকারিকের চরিত্রে ভাবা হয়েছিল তাঁকে।