📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভ্যাপসা গরমের হাত থেকে খানিকটা মুক্তি মিলেছে বঙ্গবাসীর। শনিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে ঠান্ডাই৷ আগামী সোমবার অবধি সাময়িক স্বস্তিতেই কাটবে দিন, কিন্তু তারপর ফের হাওয়া বদলের সম্ভাবনা। আবারও বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তের অবস্থান, এর জেরে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। সোমবার অবধি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে মঙ্গল থেকে বৃষ্টির পরিমাণ কমে তাপমাত্রা বাড়তে শুরু করবে।