বোকারোয় পুলিশ ও মাওবাদীদের গুলির লড়াই, জখম ‘কোবরা’ জওয়ান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ঝাড়খণ্ডের বোকারো জেলায় বুধবার ভোর থেকে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়েছে। সূত্রের খবর, সংঘর্ষে কোবরা বাহিনীর এক জওয়ান জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলির লড়াই চলছে যোগেশ্বর বিহার থানা এলাকার কাশীটাঁড়ে। সূত্রের খবর, মাওবাদী নেতা বীরসেন ও তাঁর কয়েকজন সঙ্গীকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

বোকারো জেলার পুলিশ সুপার হরবিন্দর সিং জানিয়েছেন, মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। আচমকাই মাওবাদীরা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পাল্টা গুলি চালায় জওয়ানরা। লড়াই চলছে। এর আগে ২১ এপ্রিল বোকারোর লুগু পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মাওবাদীদের শীর্ষস্থানীয় পাঁচ নেতা নিহত হন। তাঁদের মধ্য়ে ছিলেন কমান্ডার বিবেকও। তাঁর মাথার দাম ছিল দেড় কোটি টাকা।