📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে।হাতে আর বেশি সময় নেই। খুঁটি পুজোর মধ্য দিয়ে চলছে শারদ উৎসবের সূচনা। ১০ জুলাই খুঁটি পুজো সম্পন্ন করে দুর্গাপুজোর সূচনা ঘটালো হরিদেবপুর আদর্শ সমিতি। এবছর পুজোর ৫৭ তম বর্ষ। থিম – বিলাসী, যেখানে কলকাতা শহরের বাবুর শ্রেণীর ইতিহাস নিহিত রয়েছে। শিল্পীরা হলেন জিৎ ও শুভেন্দু। পুজো উদ্যোক্তারা ছাড়াও খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চক্রবর্তী, ডায়মন্ড হারবার ও দক্ষিণ কলকাতা মেন্টর প্রাক্তন সাংসদ শুভাশীষ চক্রবর্তী সহ আরো অনেকে।
৫৭ তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন করল হরিদেবপুর আদর্শ সমিতি

