📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বন্যা কবলিত ৬ রাজ্যের জন্য ১ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। সেস্ট ডিজাসটার ফান্ডের অধীনে টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার। বৃহস্পতিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সেই তালিকায় নেই বাংলার নাম। এদিকে বাংলারও একাধিক এলাকা বানভাসি।
ফি বছর বন্যায় ভাসে অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, কেরল ও উত্তরাখণ্ডের একাধিক এলাকা। চলতি বছরেও বৃষ্টিতে ভেসেছে এই রাজ্যগুলির অনেক এলাকা। এই রাজ্যগুলির জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্র। এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন অমিত শাহ।
স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ছয়টি বন্যা কবলিত রাজ্যের মধ্যে, অসম ৩৭৫.৬০ কোটি টাকা। মণিপুরকে দেওয়া হয়েছে ২৯.২০ কোটি টাকা। মেঘালয় পাচ্ছে ৩০.৪০ কোটি। মিজোরাম দেওয়া হচ্ছে ২২.৮০ কোটি। দক্ষিণের রাজ্য কেরলের জন্য বরাদ্দ করা হয়েছে ১৫৩.২০ কোটি। সেস্ট ডিজাসটার ফান্ডের অধীনে উত্তরাখণ্ড পেয়েছে ৪৫৫.৬০ কোটি। সব মিলিয়ে ৬টি রাজ্যের জন্য বরাদ্দ ১ হাজার ৬৬ কোটি।