নবান্নে ওমর আবদুল্লাহ, মমতাকে কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার দুপুরে নবান্নে এসেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। পহেলগাম হামলার পর পর্যটনের দিক থেকে বেশ কিছুটা ধাক্কা খেয়েছে কাশ্মীর। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কাশ্মীরে যাতে আরও পর্যটকরা যান, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন ওমর। পর্যটকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে কাশ্মীর সরকারের তরফে। আগামী দিনে কাশ্মীর ও পশ্চিমবঙ্গের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন মমতাও।