টুটি ফ্রুটি খেতে খেতে আসানসোলের ‘টুটে ফুটে ‘ রাস্তার কথা স্মরণ করালেন প্রাক্তন মেয়র !

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বর্ষায় বেহাল অবস্থা রাস্তার। শহর থেকে জেলায় ধরা পড়ছে দুর্ভোগের ছবি। রাস্তা জুড়ে খানা খন্দ। মাটির রাস্তা হলে তো কথাই নেই। নিরুপায় মানুষ। এক প্রকার সয়ে গেছে দুর্ভোগ। আর ভাঙাচোরা রাস্তার পাশাপাশি টুটি ফ্রুটির স্বাদের তুলনা করলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি । আসানসোলের টুটে ফুটে সড়কের সাথে টুটি ফ্রুটি খাওয়ার মজাই আলাদা বলে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন জিতেন্দ্র তিওয়ারি। আসলে উন্নয়নের কঙ্কালসার চেহারাকে সামনে রেখে টুটে ফুটে রাস্তার সঙ্গে টুটি ফ্রুটিকে মিশিয়ে দিয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য যে তিনি করেছেন তা বলাই বাহুল্য।