নদিয়ায় বেআইনি ভাবে আটক ২৩ শ্রমিক, সরব মহুয়া

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নদিয়ার মির্জাপুরের ২৩ শ্রমিককে বেআইনি ভাবে ওডিশায় আটকে রাখা নিয়ে সরব সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, ‘২৪ বছরে এমন ঘটনা কখনও ঘটেনি।’ আধার, ভোটার-সহ সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও কেন এ ভাবে গ্রেপ্তার করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অবিলম্বে তাদের ছাড়ার দাবি তুলে সরাসরি এক্স হ্যান্ডলে পোস্ট করে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে ট্যাগ করেন সাংসদ