কসবা ল কলেজ ছাত্রী গণধর্ষণের প্রতিবাদে বেহালা থানায় ডেপুটেশন দিল ভারতীয় জনতা যুব মোর্চা, দক্ষিণ কলকাতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  কসবার ল কলেজের এক ছাত্রীর উপর সংঘটিত নির্মম গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং রাজ্যজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে আজ ভারতীয় জনতা যুব মোর্চা, দক্ষিণ কলকাতার পক্ষ থেকে বেহালা থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।

নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগ ও বিরূপ আবহাওয়া সত্ত্বেও উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রতিবাদী কর্মসূচিতে রাজ্য প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পুলিশের নির্লিপ্ত ভূমিকাকে তীব্রভাবে সমালোচনা করা হয়।

যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি ঘটছে এবং সাধারণ নারীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তারা দাবি করেন, অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং রাজ্য সরকারকে নারীদের নিরাপত্তা নিয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।