📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দুর্গা পুজো প্রায় এসেই গেল।খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের সূচনা করে দিল ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি।এবছর পুজোর ১০৬ তম বর্ষ । প্রতিমা নির্মাণ করছেন শিল্পী পরিমল পাল । এবছরের থিম -সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই ।শিল্পী কমলেশ সেনগুপ্তের ভাবনায় জোরকদমে চলছে প্রস্তুতি । খুঁটি পুজো ছাড়াও শারদ উৎসবের সূচনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুজো কমিটির তরফে। পুজোর বাজেট ১২ লক্ষ টাকা । খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্নকমল সাহা ,তৃনমূল মুখপাত্র কুণাল ঘোষ, মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা, শিল্পী সুব্রত ব্যানার্জি , ফোরাম ফর দুর্গোৎসব এর সেক্রেটারি শাশ্বত বসু।
১০৬ বছরে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন

