ট্রাম্পের নয়া হুঁশিয়ারি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  BRICS গোষ্ঠীর সম্মেলন নিয়ে বিব্রত আমেরিকার প্রেসিডেন্ট? BRICS সম্মেলনে যোগ দেওয়া দেশগুলির উদ্দেশে ট্রাম্পের নয়া হুঁশিয়ারিতে শোরগোল আন্তর্জাতিক মহলে। আমেরিকা-বিরোধী BRICS নীতি মানলেই ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।