ট্রাম্পের শুল্ক রোষে জাপান ও কোরিয়া, ভারতের কী হবে?

নিজস্ব সংবাদদাতা, Todays Story:  ১ অগস্ট থেকে জাপান এবং দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। দুই দেশকে চিঠি দিয়ে এমনটাই জানাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ জুলাই অর্থাৎ বুধবার শেষ হচ্ছে ট্রাম্পের ‘পারস্পরিক শুল্কের’ স্থাগিতাদেশের সময়সীমা। তার আগেই এই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, জাপান, কোরিয়ার মতো শুল্কবাণের চিঠি পেতে পারে ভারতও।

সোমবারই ট্রাম্প স্পষ্ট জানান, ব্রিকসের সঙ্গে যেসমস্ত দেশ জড়িয়ে থাকবে তাদের উপর ১০ শতাংশ অতিরিক্ত কর চাপানো হবে। ব্রিকসকে ‘আমেরিকাবিরোধী’ বলেও তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া, চিন, ব্রাজিলের পাশাপাশি ভারতও এই ‘ব্রিকস’-এর সদস্য। তবে সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সেরেছে চিন। তাই বেজিংয়ের উপর ট্রাম্পের শুল্কবাণের খাঁড়া পড়বে না।