📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘রাঙা বউ’ ধারাবাহিকের পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী শ্রুতি দাসকে। এর আগেও একাধিকবার তিনি অভিযোগ করেছিলেন, তাঁকে কাজ দেওয়া হয় না, শ্যামলা রঙ নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই সময়কালে সিনেমাতেও দেখা গেছে তাঁকে, কিন্তু ধারাবাহিকে ফেরেননি। এবার আবার বড়পর্দায় ফিরছেন শ্রুতি, আর তাও একেবারে অন্য ধাঁচের ছবিতে।
নতুন সিনেমার নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এটি একটি হরর-কমেডি, যেখানে মানুষ আর ভূতের দল মিলেমিশে একসঙ্গে থাকবে—এমনই মজাদার গল্প। শ্রুতি জানিয়েছেন, তিনি রয়েছেন মানুষের দলে, কিন্তু চরিত্রটি সম্পর্কে এখনই বিশেষ কিছু বলতে নারাজ। ছবিটি পরিচালনা করছেন অরিত্র মুখার্জি, প্রযোজনায় উইন্ডোজ।
শ্রুতি সোশ্যাল মিডিয়ায় স্ক্রিপ্টের একটি ছবি শেয়ার করে লেখেন,
“নতুনের কাজ শুরু হওয়ার মুখে… ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ আসছে এবারের শীতে। আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ @aritra_mukherjee।”
পরিচালক অরিত্র মুখার্জি শ্রুতির উদ্দেশে একটি হাতের লেখা নোটও দিয়েছেন:
“তোর সঙ্গে অনেকদিনের ইচ্ছে ছিল একসঙ্গে কাজ করার। খুব পছন্দের অভিনেত্রী তুই আমার। চল একসঙ্গে ফাটিয়ে কাজ হোক। – অরিত্রদা।”
এই ছবিতে আরও রয়েছেন মিমি চক্রবর্তী, স্বস্তিকা দত্ত প্রমুখ। ২২ জুন থেকে শুরু হয়েছে শ্যুটিং, লোকেশন উত্তরবঙ্গের লাভা। উইন্ডোজের প্রথম হরর-কমেডি হিসেবে ছবিটি ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।