📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশ আওয়ামী লিগ (Bangladesh Awami League) শেখ হাসিনাকে (Sheikh Hasina) ছয় মাসের কারাদণ্ড (six months sentence for jail) দেওয়ার রায়কে মিথ্যা ও প্রহসনমূলক বলল। দলের বক্তব্য, তারা এই রায়ের প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছে।
বুধবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (Bangladesh International Crimes Tribunal) এক মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে ছয়মাসের কারাবাসের সাজা দিয়েছে। হত বছর হাসিনার সরকারের পতনের পর এই প্রথম কোনও মামলায় সাজা ঘোষণা করা হল।
হাসিনার দলের বক্তব্য, এই মিথ্যা ও প্রহসনমূলক মামলায় আইন ও ন্যায় বিচারের সকল রীতিনীতি ও নজির লঙ্ঘন করা হয়েছে। অবৈধ ও অসাংবিধানিক তথাকথিত অন্তর্বর্তী জঙ্গি সরকার কর্তৃক গঠিত ট্রাইবুনাল একতরফাভাবে এক মাসেরও কম সময়ের মধ্যে এ অবৈধ ও বেআইনি কারাদন্ড দেয়। বাংলাদেশের ইতিহাসে আদালত অঙ্গনে এ ধরনের জঘন্য ঘটনা আর ঘটেনি।
আওয়ামী লিগ বলেছে, খুনি ইউনুসের জঙ্গিগোষ্ঠী দেশে আইনের শাসন ও ন্যায় বিচার ভূলণ্ঠিত করেছে। দেশে বিচারের নামে যে প্রহসন ও ‘বিচারিক সন্ত্রাস’ চলছে, এই ঘটনা সেটিই প্রমাণ করে। এই ঘটনা পুরনো ক্যাঙ্গারু কোর্ট মডেলকেও হার মানিয়েছে।
প্রসঙ্গত, হাসিনার বিরুদ্ধে কথিত টেলিফোন কথোপকথনে একটি মন্তব্য উল্লেখ করে ৩০ এপ্রিল ট্রাইবুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে। ট্রাইবুনাল কোন ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে এই অভিযোগ গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর নিযুক্ত কোন আইনজীবীর বক্তব্য তারা শোনেনি এবং শোনার সুযোগ দেয়নি। বরং বিদেশে অবস্থানরত শেখ হাসিনাকে প্রহসনমূলকভাবে ২৫ মে ট্রাইবুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়। আর বুধবার তাঁকে কোন ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিনা শুনানিতে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।